অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। যদিও তা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন হাতে গোনা কিছু সমর্থক। জয়ের স্বাদ কেমন হয়, যেন ভুলতে বসেছিল ইস্টবেঙ্গল।

জন্মদিন স্পেশাল হয়ে থাকল ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার। অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। যদিও তা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন হাতে গোনা কিছু সমর্থক। জয়ের স্বাদ কেমন হয়, যেন ভুলতে বসেছিল ইস্টবেঙ্গল। বার্থ-ডে বয় ক্লেটন সিলভার একমাত্র গোলে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। এ বারের আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই অভিযান শুরু করেছিল লাল-হলুদ। যদিও সেই অ্যাওয়ে ম্যাচে হার। ঘরের মাঠে তার বদলাও নিলেন ক্লেটনরা। ম্যাচ রিপোর্ট

বাইশের শেষে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। নতুন বছরের শুরু থেকে ফের টানা চার ম্যাচ হার। সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ঘরের মাঠেও গ্যালারিতে লোক হচ্ছে না। এ দিনও চিত্রটা বদলাল না। তবে ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্সের চিত্র কিছুটা হলেও বদলাল। গত কয়েক ম্যাচ থেকেই কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন শুধু বলে আসছেন, এখন তাঁর দল মর্যাদার জন্য খেলবে। প্লে-অফের আশা অঙ্কে থাকলেও ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাসে নেই। এ দিনও কার্যত নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। নজর ছিল নতুন বিদেশি জ্যাক জার্ভিসের দিকে। শহরে পৌঁছেছিলেন বহুদিন আগেই। ক্লাবে ট্রান্সফার ব্য়ান থাকায় এতদিন জার্ভিসকে পাচ্ছিলেন না স্টিফেন। তাঁর অভিষেক ম্যাচে জয়ে ফিরল ইস্টবেঙ্গল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours