চোট আঘাতের সমস্যা ভারতীয় দলের সঙ্গে তাল মিলিয়ে চলে। চোটের জন্য পরপর সিরিজ থেকে বাদ পড়ছেন জসপ্রীত বুমরা। নেই ঋষভ পন্থ। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না আরও দুই ক্রিকেটারের।




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus) কার্যত দুরমুশ করেছে রোহিত শর্মার ব্রিগেড। ক্যাপ্টেনের অনবদ্য শতরান, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দুরন্ত ঘূর্ণিতে চোটে নাগপুর টেস্টে মাত্র আড়াই দিনেই শেষ অজিরা। প্রথম জয়ের রেশ কাটিয়ে ভারতীয় দল দ্বিতীয় টেস্টের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৭ থেকে ২১ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে দ্বিতীয় টেস্ট (Border-Gavaskar Trophy 2023)। কিন্তু তার আগে ক্যাপ্টেন রোহিত শর্মার কপালে বড়সড় ভাঁজ। চোটের কারণে প্রথম টেস্ট থেকে দল থেকে বাদ পড়েন আরও এক মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি। দিল্লিতে শ্রেয়স খেলতে পারবেন না বলেই ধরে নেওয়া যায়।




এমনিতেই দলে নেই ঋষভ পন্থের মতো মিডল অর্ডারকে ভরসা দেওয়ার মতো ব্যাটার। অপরদিকে সূর্যকুমার যাদবও নাগপুরে টেস্ট অভিষেকে সেভাবে দাগ কাটতে পারেননি। তাই মিডল অর্ডারকে শক্তিশালী করতে শ্রেয়সের দলে ফেরা প্রয়োজন ছিল। পিঠের চোটের কারণে নাগপুর টেস্ট খেলতে পারেননি শ্রেয়স। তাঁর অনুপস্থিতিতে টেস্ট অভিষেক ঘটে সূর্যের। দ্বিতীয় টেস্টে শ্রেয়সের ফেরা নিয়ে আশাবাদী ছিল বোর্ড। কিন্তু বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমি থেকে যে খবর এসেছে তাতে হতাশ ভারতীয় দলের ম্যানেজমেন্ট। শ্রেয়সের রিহ্যাব চলছে এনসিএ-তে। তিনি এখনও ম্যাচ ফিট নন। তাই দিল্লি টেস্টে মুম্বইয়ের ব্যাটারের খেলা একপ্রকার অনিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।

এদিকে রঞ্জির ফাইনালের জন্য জয়দেব উনাদকাটকে ছেড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন বাঁ হাতি পেসার। নাগপুরে একাদশে জায়গা হয়নি। দিল্লি টেস্টের আগে তাঁকে রঞ্জি ফাইনালের জন্য ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট। শেষ বার এই উনাদকাট ছিলেন সৌরাষ্ট্রের রঞ্জিজয়ী দলে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours