স্কুলের শিক্ষকরা বলছেন বিগত এক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমের ফল স্কুলের এই পিঠেপুলি (Pithepuli) উৎসব। ছাত্রদের খাওয়াতে পেরে তাঁরাও খুশি।

সার বেঁধে বসে আছে পড়ুয়ার দল। সকলের পরনেই স্কুলের পোশাক। চলছে খাওয়া-দাওয়া। এ দৃশ্য এ রাজ্যে নতুন নয়। মিড ডে মিল (Mid Day Meal) শুরু হওয়ার পর থেকে দুপুরে রাজ্যের স্কুলগুলিতে এ ছবি সকলেরই চেনা। ভাত, ডাল, তরকারি, ডিম, এসব তো ছিলই। কিন্তু, মিড ডে মিলের খাবারেই যদি দেওয়া হয় একেবারে পিঠেপুলি? শুনতে অবাক লাগলেও মঙ্গলবার এ ছবি দেখতে পাওয়া গেল হুগলির (Hooghly) গোঘাট ১ নম্বর ব্লকের চাতরা হাই স্কুলে। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের পাতে ভাতের বদলে একেবারে ব্যতিক্রমী পদ। দেওয়া হল পিঠে। ভাতের পরিবর্তে পিঠে পুলি খাওয়ার জন্য ব্যাপক উৎসাহও দেখা গেল ছাত্র-ছাত্রীদের মধ্যে। 

স্কুলে ভাতের বদলে দেওয়া হচ্ছে পিঠে। এ খবর চাউর হতেই তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়ে যায় গোটা এলাকায়। রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় দিকে দিকে। এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ মিড ডে মিলের কর্মীরা প্রায় তিনশোর বেশি ছাত্র-ছাত্রীদের পাতে বিভিন্ন স্বাদের পিঠেপুলি তুলে দিলেন। সঙ্গে থাকল নলেন গুড়ের পায়েস। ক্লাস পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের এদিন পিঠেপুলি ও পায়েস খাওয়ানোর উদ্যোগ নিল স্কুল। তবে সব একরকম নয়, পিঠেপুলির মধ্যেও নানা বৈচিত্র। কোনও পিঠেতে থাকল নারকেলের পুর, কোনওটায় আবার মুগ ডাল, কোনোওটায় আবার সবজির পুর। মিলল ক্ষীরের স্বাদও। স্কুলের এই অভিনব উদ্যোগে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরাও। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours