মমতা শেষবার বোলপুরে গিয়েছিলেন গত বছরের ২৪ মার্চ। বগটুই-কাণ্ডের পর ওই গ্রামে গিয়েছিলেন মমতা। সেই সময়ও সঙ্গী ছিলেন অনুব্রত মণ্ডল।


জেলা সভাপতি জেলে, পঞ্চায়েত নির্বাচনের আগে বেরতে পারবেন বলে মনে করছেন না অনেকেই। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বীরভূম ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা। এবার সেই অনুব্রত-হীন বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর প্রথমবার বোলপুর সফরে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি বোলপুর (Bolpur) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার সঙ্গে রয়েছে রাজনৈতিক কর্মসূচিও। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পঞ্চায়েতের প্রস্তুতি পর্বেই মধ্যে মমতার দুদিনের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গরু পাচার-কাণ্ডে গ্রেফতার হয়ে প্রায় ৬ মাস জেলে রয়েছেন অনুব্রত। যদিও জেলার তৃণমূল সভাপতি পদে এখনও বহাল আছেন তিনি।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যার নাম ‘দিদির সুরক্ষা কবচ’। এই পর্বে বীরভূমে মমতার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগে মমতা শেষবার বোলপুরে গিয়েছিলেন গত বছরের ২৪ মার্চ। বগটুই-কাণ্ডের পর ওই গ্রামে গিয়েছিলেন মমতা। সেই সময়ও সঙ্গী ছিলেন অনুব্রত মণ্ডল। ওই সফরেই স্থানীয় তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মমতা। গ্রেফতারও করা হয়েছিল অবিলম্বে। এরপর সময় গড়িয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours