মমতার কথায়, তাঁর ছবির প্রদর্শনী নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। কিন্তু কেন তা তোলা হবে? কেউ কারও সৃষ্টি কীভাবে ব্যবহার করবে তা তাঁর ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন মমতা।

বিভিন্ন সময় বিরোধী শিবির থেকে প্রশ্ন তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তা নিয়ে। তাঁর বই, ছবি নিয়ে তোলা হয় প্রশ্ন। সোমবার নজরুল মঞ্চে কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তারই জবাব দিলেন আরও একবার। এর আগেও বহুবার তাঁর বই, ছবির রয়্যালটির কথা বলেছেন। এদিনও তিনি বলেন, তাঁর সর্বাপেক্ষা বিক্রিত বইয়ের কথা, গানের সিডির জন্য ‘গোল্ডেন ডিস্ক’-এর কথা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে তো জানেই না বড় বড় কথা বলেন। আমি তো পার্লামেন্ট থেকে সাতবারের সাংসদ ছিলাম। ১ লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবেও তো আমি সব মিলিয়ে দেড় লক্ষ টাকার উপরে পেতে পারি। কম করে। এখানে বিধায়কদের ভাতা কম যদিও। তবু সাড়ে ১১ বছর আমি এক পয়সাও নিইনি। আমি তো একটা প্রদর্শনী করে নিজের পেন্টিং করলেই ৬ কোটি ৭ কোটি এক এক সেকেন্ডে তুলে নিতে পারি। তা তো করি না।”

মমতার কথায়, তাঁর ছবির প্রদর্শনী নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। কিন্তু কেন তা তোলা হবে? কেউ কারও সৃষ্টি কীভাবে ব্যবহার করবে তা তাঁর ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন মমতা। বলেন, “আজ যদি বলেন আপনার চলে কী করে? দল আমাদের সকলকেই দেখে। আমার এখনও পর্যন্ত প্রায় ১০৭-১০৮টা বই বেরিয়ে গিয়েছে। তার বেশি হবে, কম বললাম। আমি প্রতি বছর বইয়ের রয়্যালটি পাই ১০ শতাংশ করে। যতগুলো বই বিক্রি হয়, সবটা তো আমাকে দেয়ও না। যতটা পাই ততটাই আমার যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়। আমি গর্বিত আপনাদের কাছে, বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours