সূত্রের খবর, আগামীকাল ফের অকুস্থলে আসবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আরও কিছু লোড টেস্ট করা হবে।

লালন শেখের মৃত্যুতে রাজনৈতিক মহলে এখনও চলছে শোরগোল। দুদিন আগে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে বগটুই কাণ্ডের (Bagtui Case) অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু হয়। তাঁর মৃত্যু ঘিরে বাড়তে থাকে রহস্য। ইতিমধ্যেই লালনের মৃত্যুতে তাঁর স্ত্রী সিবিআইয়ের (CBI) দিকে আঙুল তুলে পুলিশের কাছে অভিযোগ জানান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুনের অভিযোগ করেন। সিআইডি (CID) তদন্তের দাবি জানানো হয় পরিবারের তরফে। তদন্তভার গ্রহণও করেছে সিআইডি। অবশেষে এ ঘটনায় প্রাথমিক অনুসন্ধান শেষ করলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন মূলত এক দফা লোড টেস্ট করা হয়। মৃতের সম ওজনের কাঠামো ব্যবহার করে পরীক্ষা হল লোড টেস্ট। যে শৌচাগারে দেহ মিলেছে সেখানেই করা হয় এই লোড টেস্ট। লালনের দেহের সম ওজনের একটি কাঠামো ব্যবহার করে চলে পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা চালাল রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তদন্তকারী আধিকারিকরা। 

সূত্রের খবর, আগামীকাল ফের অকুস্থলে আসবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আরও কিছু লোড টেস্ট করা হবে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট তৈরি হবে। অন্যদিকে ইতিমধ্যেই সিবিআই-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর অব্যাহত। প্রসঙ্গত, সোমবার বিকালে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প থেকে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর পরেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, দেহ উদ্ধারের সময়ে লালনের পা মাটিতে লেগে ছিল। প্রশ্ন তাহলে গলায় ফাঁস লাগল কীভাবে? মাটিতে পা লেগে থাকলে মৃত্যু হল কীভাবে? 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours