নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক অর্ধশতরান। গতবছরের মার্চ মাসে আন্তর্জাতিক টি-২০তে অভিষেকের পর থেকেই নিজের ক্ষমতার জানান দিয়েছেন সূর্য।


অ্যাডিলেড ওভালে চলছে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। তার মাঝেই এল সুখবর। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগেই টি-২০ ফরম্যাটে এক নম্বর ব্যাটার হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের যুগ শেষ করে দিলেন ভারতের টি-২০ সুপারস্টার। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক অর্ধশতরান। গতবছরের মার্চ মাসে আন্তর্জাতিক টি-২০তে অভিষেকের পর থেকেই নিজের ক্ষমতার জানান দিয়েছেন সূর্য। প্রথম বাবর আজম, এরপর রিজওয়ানকে (Mohammad Rizwan) টপকে শেষ পর্যন্ত পয়লা নম্বর টি-২০ ব্যাটারের জায়গা ছিনিয়ে নিলেন। আইসিসি ব্যাটারদের টি-২০ ব়্যাঙ্কিংয়ে (ICC T20 Rankings) রিজওয়ান, বাবরদের কতটা পিছনে ফেললেন স্কাই। পড়ে নিন

টি-২০ বিশ্বকাপে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের সঙ্গে ভারতের ব়্যাঙ্কিংয়ের মগডালে ওঠার লড়াই চলবে তা আগেই বোঝাই গিয়েছিল। মাত্র একবছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সীমিত ওভারের ফরম্যাটে তরতরিয়ে এগিয়েছেন সূর্যকুমার। টি-২০ ফরম্যাটে সূর্যের ব্যাটের ধারাবাহিকতা প্রশংসনীয়। বর্তমানে রোহিত শর্মার দলের অন্যতম ধারাবাহিক ব্যাটার। চলতি বছরে এখনও পর্যন্ত টি-২০তে আটটি অর্ধশতরান এবং একটি শতরান হাঁকিয়েছেন সূর্যকুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডান হাতি ব্যাটারের সাম্প্রতিক দুই ইনিংস বলে দিচ্ছে টুর্নামেন্টে আরও কিছু আক্রমণাত্মক ইনিংসের দেখা মিলবে তাঁর ব্যাটে। পয়লা নম্বর ব্যাটার বুধবার বাংলাদেশের বিরুদ্ধে খেললেন ১৬ বলে ৩০ রানের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস। অস্ট্রেলিয়ায় চারটি ইনিংসে ভারতের চার নম্বর ব্যাটারের মোট রান সংখ্যা ১৩৪।

৮৬২ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র়্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ব্যাটার সূর্যকুমার। দ্বিতীয় স্থানে থাকা রিজওয়ানের পয়েন্ট ৮৪২। নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে প্রথম তিন ব্যাটারের তালিকায় উঠে এসেছেন। তাঁর পয়েন্ট ৭৯২। সেরা দশে প্রবেশ করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ব্যাটার রাইলি রোসো এহং কিউয়িদের আরও এক ব্যাটার গ্লেন ফিলিপস। রোসো বাংলাদেশের বিরুদ্ধে সিডনিতে শতরান হাঁকিয়েছিলেন। ব়্যাঙ্কিংয়ে তাঁর জায়গা অষ্টম স্থানে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours