নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটালেন শুভাশিস বসু। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। এ দিনের জয়ে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন।


গোল পাওয়া ছিল সময়ের অপেক্ষা। আইএসএলে এ দিন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই দাপুটে ফুটবল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। ঘরের মাঠে সমর্থকদের সামনে হাসি মুখে মাঠ ছাড়াই লক্ষ্য ছিল সবুজ মেরুন ফুটবলারদের। লক্ষ্য পূরণ হল শেষ মুহূর্তে। গত ম্যাচে জয়ের হ্যাটট্রিকও করতে পারত সবুজ মেরুন। রেফারিং নিয়ে প্রচুর প্রশ্ন তোলার জায়গা ছিল গত ম্যাচে। অতীত ভুলে নতুন ম্যাচে নেমেছিল এটিকে মোহনবাগান। নতুন উদ্যমেই খেলল তারা। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটে টানা হারে বিধ্বস্ত। ঘরের মাঠে হোক কিংবা অ্যাওয়ে ম্যাচ। টানা আধডজন হারের সামনে ছিল তারা। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। তাতে হার আটকাতে পারেনি নর্থ ইস্ট। ম্যাচ রিপোর্ট

এটিকে মোহনবাগান শুরু থেকে বেশ কিছু সুযোগ তৈরি করে। কাজে লাগাতে পারছিলেন না সবুজ মেরুন ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৩৫ মিনিটে সাফল্য এল। সৌজন্যে লিস্টন কোলাসো। হুগো বোমাস বল নিয়ে প্রতিপক্ষ বক্সে ঢোকেন। যদিও মার্কিংয়ে থাকায় গোলে শট নিতে পারছিলেন না। বল বাড়ান লিস্টন কোলাসোর দিকে। মরসুমের প্রথম গোল করলেন লিস্টন। এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় এটিকে মোহনবাগান। ম্য়াচে প্রচুর উত্তেজনার মুহূর্ত তৈরি হল। ধাক্কাধাক্কিতেও জড়ালেন দু-দলের ফুটবলাররা। একটা সময় অবধি মনে হচ্ছিল ১-০ স্কোর লাইন নিয়েই মাঠ ছাড়তে পারবে এটিকে মোহনবাগান। তখনও নাটকের অনেক বাকি।

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নর্থ ইস্টের হয়ে সমতা ফেরান অ্যারন এভান্স। মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেডের এটি দ্বিতীয় গোল। শেষ মুহূর্তে গোল খাওয়ায় অস্বস্তি বাড়ছিল এটিকে মোহনবাগান শিবিরে। ঘরের মাঠে, পয়েন্ট টেবলে শেষে থাকা নর্থ ইউনাইটেডের বিরুদ্ধেও যদি এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়, এর চেয়ে হতাশার কিছু থাকবে না। গ্যালারি থেকে সমর্থকরা তাতালেন। ফুটবলারদের উৎসাহ দিতে কার্পণ্য় করলেন না। সমর্থকদের পাশে পেয়ে বাড়তি তাগিত সবুজ মেরুন ফুটবলারদের। নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটালেন শুভাশিস বসু। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। এ দিনের জয়ে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours