ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে
সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। ২৪ অক্টোবর আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ২৫ অক্টোবর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল লাগোয়া এলাকা দিয়ে বয়ে যাবে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার হবে।
সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তেমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৪ থেকে ২৫ অক্টোবর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, কালীপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Howrah News: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, এবার ঘটনা উলুবেড়িয়া উত্তরে
দুর্যোগ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি
এদিন আসন্ন দুর্যোগ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'দুই ২৪ পরগনায় মারাত্মক ঝড় আসবে। কলকাতায় তার গতিবেগ থাকবে ৯০ কিমির আশেপাশে। আমরা সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছি। ক্রেন, কাটিং মেশিন তৈরি রাখার কথা বলা আছে। অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে হোর্ডিং খুলে ফেলার জন্য। বিশেষত যেগুলো পড়ে যেতে পারে বা পুরনো বাড়ির গায়ে লাগানো রয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতা পুলিশের ডিএনজি রয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল, কমিউনিটি হল খুলে রাখা হবে। কোনও নিচু জায়গায় যদি জল জমে যায় বা গাছ ভেঙে কারও বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।'
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
Post A Comment:
0 comments so far,add yours