কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের কথা ইদানীং বারবার উঠে এসেছে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের ছাত্র সংগঠনের জনসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখেও উঠেছে এসেছে বিএসএফের হাতে বাগদায় মহিলার লাঞ্ছনা অভিযোগের প্রসঙ্গ। সেই সঙ্গে বিলকিস বানোর অপরাধীদের মুক্তির নিন্দাও শোনা গিয়েছিল তাঁর মুখে। এবার সেই সব ঘটনার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা রাস্তায় বসে প্রতিবাদ শুরু করল তৃণমূল। 

৪৮ ঘণ্টার ধর্না
গাঁধী মূর্তির সামনে টানা ৪৮ ঘণ্টার ধর্না শুরু করলেন মঙ্গলবার মহিলা তৃণমূল কর্মীরা। নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিএসএফের বিরুদ্ধে নারী নির্যাতন, বিলকিস বানো ধর্ষণ-মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির প্রতিবাদে টানা ২ দিন মহিলা তৃণমূল কর্মীদের ধর্না চলবে বলে জানালেন চন্দ্রিমা। 

বাগদার ঘটনায় তৃণমূলের প্রতিবাদ 
বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে শিশুকন্যার সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরই বাগদায় গিয়ে কড়া ভাষায় কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। বিধায়ন শশী পাঁজা বলেন, ' অনেক সময় মহিলাদের নিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। এর শাস্তি অন্যভাবে হয়। কিন্তু এটা তাঁর শাস্তি হতে পারে না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে। '

বিলকিস বানো-কাণ্ড
সম্প্রতি বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর কড়া সমালোচনা করে তৃণমূলও। এবার এই সব কারণকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে ধর্নায় বসল ঘাসফুল শিবিরের মহিলা কর্মীরা। 

চিটফান্ড মামলায় এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ। আনতে বলা হয়েছে বেশ কিছু নথি, খবর সিবিআই সূত্রে।

২। ভোট-পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল। বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের অভিযোগে তলব বেলেঘাটার তৃণমূল বিধায়কের।

৩। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের আরও সম্পত্তির হদিশ? অনুব্রতর হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদের পর আরও কিছু নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।  

৪। ডায়মন্ড হারবারে তৃণমূল উপ প্রধানের রহস্যমৃত্যু। আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান। সুইসাইড নোটে প্রধানের সঙ্গে মনোমালিন্যের ইঙ্গিত।

৫। চারঘণ্টা পর উঠল খন্যান স্টেশনে রেল অবরোধ। ট্রেন চলাচল শুরু হলেও, পরিষেবা স্বাভাবিক হতে লাগবে ঘণ্টাখানেক। কাল থেকে স্পেশাল ট্রেন না চললে ফের অবরোধ, হুঁশিয়ারি যাত্রীদের।

৬। ভারত সফরের দ্বিতীয় দিনে আজ শেখ হাসিনার সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর। আলোচনায় উঠতে পারে তিস্তা জলবন্টন। রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হল গার্ড অব অনার। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours