অটো (Auto) ও টোটোর (Toto) মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহেশতলা (Maheshtala) ২৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি হাট বাগমারি মোড়ে। অটোচালককে মারধর (Beaten) করার অভিযোগ ওঠে টোটো চালকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটি টোটো সহ তিনজন টোটো চালককে আটক (Arrested) করে নিয়ে যায় থানায়।

জানা গিয়েছে, অটোচালককে মারধর করার অভিযোগে ব্যানার্জি হাট থেকে টোটো নিয়ে যাওয়ার সময় অটো চালকরা বাইক নিয়ে টোটো চালককে ধাওয়া করেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে টোটোকে বাইক নিয়ে ধাক্কা মারেন অটোচালকরা। এরপরই টোটো রাস্তায় উল্টে যায়। ঠিক সেই সময় এক ব্যক্তি স্কুটি করে তাঁর তিন মাসের শিশু সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ওই টোটো গিয়ে পড়ে তাঁদের গায়ের উপর। আহত হয় তিন মাসের শিশু। শিশুকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোম নিয়ে যাওয়া হয়। এবং টোটো চালক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। টোটো চালকে পুলিস উদ্ধার করে মহেশতলা পৌরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কানের কাছে চারটি সেলাই করেন চিকিৎসক।

মহেশতলা থানার পুলিস এই ঘটনায় টোটো ও অটোর বেশ কয়েকজনকে আটক করে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours