পাকিস্তান দলে যদি একটা 'হার্দিক পান্ডিয়া' থাকত। যিনি গুরুত্বপূর্ণ ওভারগুলিতে বল করে তুলে নিতেন উইকেট। ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখতেন। পাকিস্তান দলে এমন একজনকে চাইছেন শাহিদ আফ্রিদি।


 চোখ বন্ধ করে তাঁর উপর ভরসা রাখেন সমর্থকরা। ক্যাপ্টেন রোহিত শর্মার আস্থাভাজন, ভারতীয় দলের সম্পদ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নিঃসন্দেহে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রতিপক্ষ দলগুলির বড় মাথাব্যথা হতে চলেছেন মেন ইন ব্লু অলরাউন্ডার। বল হাতে প্রয়োজনে উইকেট তুলে নিতে সক্ষম। ব্যাট হাতে ম্যাচ ফিনিশের ক্ষমতা রাখেন। বড় শট খেলা, প্রয়োজনের সময় দলকে টেনে তোলার ক্ষমতা রাখেন। ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতেও সিদ্ধহস্ত। গত মরসুমের আইপিএল এবং সদ্য সমাপ্ত এশিয়া কাপ তার বড় উদাহরণ। এমন একজন খেলোয়াড় যে কোনও টিম তাদের দলে চাইবে। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। জাতীয় দলের পেস অলরাউন্ডারের মতো প্রতিভা সম্পন্ন খেলোয়াড় যদি তাদের দলেও থাকত…আক্ষেপ শোনা গেল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মুখে।

তিনি বলেন, “হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়ের দলে প্রয়োজন রয়েছে। নির্ভরযোগ্য কেউ একজন। যিনি লোয়ার অর্ডারে নেমে এসে ম্যাচ ফিনিশ করার মতো দায়িত্ব নেবেন। পাশাপাশি বোলিংয়েও সাহায্য করবেন। আপনি কি মনে হয় আমাদের দলে এমন কোনও ম্যাচ ফিনিশার আছেন?” পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে চলতি বছরের সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়ার ব্যাটে। নির্ধারিত ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটে ম্যাচ জেতান।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours