হুগলির তারকেশ্বরে বৃহস্পতিবার, শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল পুলিশ।

শুভেন্দুর মিছিলে অশান্তির ঘটনায় গ্রেফতার: তারকেশ্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে তুলকালাম। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা প্ল্যাকার্ড হাতে মহিলাদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মুহুর্মুহু ইটবৃষ্টি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ইটের আঘাত থেকে বাঁচতে শেডের তলায় আশ্রয় নেয় বিক্ষোভকারী মহিলা ও পুলিশ। বৃহস্পতিবার তারকেশ্বরের এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার ইটের আঘাতে ৪ পুলিশ কর্মী আহত হন। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। অন্যদিকে, বিক্ষোভকারীদের দাবি, হামলার জেরে, তাঁদেরও ১০ জন কর্মী জখম হন। বিক্ষোভকারীদের তরফেও তারকেশ্বর থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়। এই দু’টি মামলার প্রেক্ষিতেই ৯ জনকে গ্রেফতার করা হয়। তৃণমূল জানিয়েছে, শুভেন্দু অধিকারীর সভার পাল্টা, শনিবার, ওই জায়গাতেই তারা একটি প্রতিবাদ সভা করবে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “আগে থেকেই চেষ্টা করছিল মিছিল বানচালের। এদেরই মহিলাদের দাঁড় করায়। ওরাই ইট ছুঁড়েছে। ৯ জনকে অ্যারেস্ট করল। বিজেপি কর্মীদের মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়েছে। কেস দিয়ে আমাদের আটকানো যাবে না।’’

শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের: এদিকে, শুভেন্দুর সভাস্থল, আজ, দুধ দিয়ে শুদ্ধ করে তৃণমূল। বিজেপি যেখানে সভা করেছিল, সেখানটা ধোওয়া হয় দুধপুকুরের জলে। শনিবার, ওই জায়গাতেই প্রতিবাদ সভা করবে তৃণমূল। বৃহস্পতিবার, হুগলির তারকেশ্বর স্টেশনের পাশে, সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই জায়গায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করল তৃণমূল। মাটির কলসী ভর্তি দুধ ও তারকেশ্বর মন্দির সংলগ্ন, দুধপুকুর থেকে জল এনে, ধোওয়া হল রাস্তা। এই শুদ্ধিকরণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন, তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি বলেন, “গলায় রুদ্রাক্ষের মালা পর মহিলাদের মারল। এই ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। বাবার স্থান আমাদের কাছে পবিত্র। তাই শুদ্ধিকরণ।’’এর আগে, হুগলির উত্তরপাড়া ও পশ্চিম মেদিনীপুরে, শুভেন্দুর মিছিলের পর, শুদ্ধকরণ কর্মসূচি পালন করেছিল তৃণমূল। এবার সেই ছবি দেখা গেল, হুগলির তারকেশ্বরে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours