পার্থ তদন্তে অসহযোগিতা করছেন বলে এ দিন আদালতে দাবি করেছে সিবিআই।


ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থকে। একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়কেও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক। আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকবে হবে তাঁদের। এ দিন আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পার্থ ও কল্যাণময়ের জেল হেফাজতের আর্জি জানিয়েছিল সিবিআই। জামিন পেলে তাঁরা সাক্ষীদের প্রভাব খাটাতে পারেন বলেও দাবি করা হয়েছিল। সিবিআই-এর আর্জিই মান্যতা পেয়েছে এ দিন।



নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত জুলাই মাসে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পরে জেল হেফাজতেও ছিলেন তিনি। আর সম্প্রতি এই মামলায় পার্থকে হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। আদালতের নির্দেশ অনুযায়ী, গত চার দিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়।

এ দিন সিবিআই জালিয়াতির ধারা যোগ করতে চেয়ে আবেদন জানিয়েছিল আদালতে। সেই আবেদন খারিজ করা হয়নি। তবে ওই ইস্যুতে পৃথক শুনানির নির্দেশ দিয়েছেন বিচারক।

সবিস্তারে আসছে…
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours