বাগুইআটিকাণ্ডে (Baguiati) পুলিশের (Police) দাবি, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল অতনু। প্রশ্ন উঠছে, এই টাকা কোথা থেকে পেল অতনু? তাঁর পরিবারের দাবি, অনলাইন গেম (Online Game) খেলে এই টাকা জমিয়েছিল সে। সেই টাকা দিয়ে পুজোর (Durga Puja) আগেই একটি বাইক কেনার কথা ছিল অতনুর।      

কদিন পরেই চারদিক আলো করে উমা আসবেন, কিন্তু তার আগে বাগুইআটির দুই বাড়িতে নেমে এসেছে অন্ধকার। কোল খালি হয়ে গেছে দুই মায়ের। কিন্তু, কী কারণে খুন করা হল তরতাজা এই দুই কিশোরকে? এ প্রসঙ্গেই উঠে আসছে, ৫০ হাজার টাকার প্রসঙ্গ। পুলিশ জানিয়েছে, ফেরার, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ৫০ হাজার টাকা দিয়েছিল অতনু।                                                                           
 
প্রশ্ন উঠছে, বছর ষোলোর মাধ্যমিক পরীক্ষার্থী অতনু ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? আর এখানেই উঠে আসছে, অনলাইন গেমের কথা! নিহত ছাত্রের পরিবার জানিয়েছে, বাইক কেনার ইচ্ছে ছিল অতনুর। আর সেই টাকা জোগাড় করার জন্য অনলাইন গেম খেলত সে।                         


নিহত অতনু দে-র বাবা বিশ্বনাথ দে বলেন, "অনলাইন গেম খেলত, পাবজি, ফিফা খেলত...সেটার আইডি বিক্রি করে টাকাটা জোগাড় করেছিল। সেই টাকা দিয়ে বাইক কেনার প্ল্যান করেছিল।" ইচ্ছে ছিল পুজোর আগেই নতুন বাইক কেনার! আর সেইজন্যই অনলাইন গেমের আইডি বিক্রি করে টাকা জমিয়েছিল অতনু। জমানো সেই ৫০ হাজার টাকা তুলে দিয়েছিল প্রতিবেশী এবং অত্যন্ত পরিচিত সত্যেন্দ্রর হাতে।              

নিহত অতনু দে-র বাবার কথায়, "আমাদের থেকে টাকা নেয়নি। আমাদের একটা বাইক ছিলই। ও আরেকটা বাইক কিনবে বলছিল। কিনতে গেছে, সেটা বলেনি।" পুলিশের দাবি, বাইক কেনার কথা বলেই অতনু ও অভিষেককে গাড়িতে তুলে নিয়ে যায় সত্যেন্দ্র। আর তারপর, সব শেষ! 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours