ভারী বৃষ্টিতে জলমগ্ন অবস্থা বেঙ্গালুরুতে। গাড়ির বদলে ট্রাক্টরে চেপে অফিস যাচ্ছেন আইটি কর্মীরা।


অতি বৃষ্টির কারণে বেঙ্গালুরুর একাধিক জায়গায় জল জমে রয়েছে। গত তিনদিন ধরে বিপর্যস্ত সেখানকার জনজীবনের। ভেসে গিয়েছে ঘর বাড়ি। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পাশাপাশি জল সরবরাহেও কোপ পড়েছে। বেঙ্গালুরুর এই বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত নগরোন্নায়নকেই দায়ী করা হয়েছে। তবে এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী জেডিএস-কংগ্রেস সরকারকে দায়ী করেছেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এদিকে বেঙ্গালুরুর জল জমা রাস্তার বেহাল দশার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তার মধ্যে ভাইরালও হয়েছে কিছু ভিডিয়ো।

বেঙ্গালুরু সাধারণত আইটি হাব নামেই খ্যাত। এই সিলিকন ভ্যালিতে আইটি প্রফেশনালদের এবার ট্রাক্টরে চেপে অফিসে যেতে দেখা গেল। হ্যাল বিমানবন্দরের কাছে ইয়েমালুর জলমগ্ন হয়ে গিয়েছে। ফলে অফিসে পৌঁছোনোর জন্য ট্রাক্টরকেই বেছে নিয়েছেন আইটি কর্মীরা। এক আইটি কর্মী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আমরা অফিস থেকে এত ছুটি নিতে পারি না। এর ফলে আমাদের কাজের ক্ষতি হচ্ছে। ৫০ টাকায় আমাদের অফিস অবধি পৌঁছে দেওয়ার জন্য ট্রাক্টরের অপেক্ষা করছি।’ এদিকে আইটি সংস্থাগুলির এই বর্ষার কারণে যে ক্ষতি হয়েছে তা সরকারের তরফে পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বোম্মাই। প্রায় ২২৫ কোটি টাকা সরকারের তরফে দেওয়ার কথা বলা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours