ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু ঘিরে তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। কেটেছে বহু মাস তবুও, জট যেন কাটতেই চাইছে না। এরই মধ্যে আক্রান্ত আনিস খানের খুড়তুতো ভাই। শুক্রবার রাতে তাঁর ভাই সলমান খানের (Salman Khan) উপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে আনিস খানের হত্যা কাণ্ডে অন্যতম সাক্ষী হলেন এই আহত সলমান। শুক্রবার এই ঘটনাটি আমতার (Amta) সারদা গ্রামের।

পরিবার সূত্রে খবর, আনিস হত্যাকাণ্ডের পর আনিসের কাকার ছেলে অর্থাত্ সালমান ও তাঁর পরিবারের কাছে বারবার হুমকি আসছিল। বারবার আমতা থানায় লিখিতভাবে অভিযোগ করলে কোনও সুরাহা মেলেনি, ফলে হুমকির পর হুমকি শুনতে হয়েছে। এরপরই প্রাণঘাতী হামলা। পরিবারের অভিযোগ, শুক্রবার রাত ১টা ৩০ মিনিট, সলমানের বাড়ির ভিতরে ঢুকে বেশ কিছু দুষ্কৃতী চপার দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। এরপর পরিবারের লোকজন সালমানকে নিয়ে বাগনান গ্রামীণ হাসপাতালে যায়। সেখানে গুরুতর আহত হওয়ায় তাঁকে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যদের অভিযোগ, বারবার এই হুমকির বিষয়ে অভিযোগ জানিয়েও বলা কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক একই রকমভাবেই আনিসের মতই সলমানকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে মনে করছে পরিবার। আনিস হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের জন্যই আবার আনিসের কাকার ছেলের উপর এই হামলা, এমনটাই অনুমান পরিবারের। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার। দোষীদের সঠিক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। দ্রুত এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত খতিয়ে দেখার আর্জি জানিয়েছে পরিবার। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours