সিবিআই নিয়ে নিজের অবস্থানে অনড়, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

: ২৪ ঘণ্টাও হয়নি। সিবিআই নিয়ে তাঁর বক্তব্যে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্যে। তারপরেও নিজেরই অবস্থানেই অনড় রইলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন বললেন, 'সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না।'

সিবিআই মন্তব্যে অনড় দিলীপ: 
রবিবারই সিবিআইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের নিজের মন্তব্যকে সমর্থন করে তিনি বললেন, 'বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, কতজনকে সাজা দিয়েছে সিবিআই (CBI)? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই, আমরাও বিশ্বাস করেছিলাম, ন্যায় পাইনি।' রাজ্যে ভোটপরবর্তী হিংসা মামলার তদন্তে রয়েছে সিবিআই। বিজেপি প্রথম থেকেই অভিযোগ করে এসেছে যে তাঁদের একাধিক কর্মী ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে। ভোট পরবর্তী হিংসার কারণেই একাধিক বিজেপি কর্মীর খুন হওয়ার অভিযোগও করেছে বিজেপি। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, 'সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি (ED) নিজেদের প্রমাণ করেছে।'

আগের দিন কী বলেছিলেন?
রবিবার কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বিস্ফোরক মন্তব্য করেন। বলেছিলেন, 'গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডি-কে (ED) পাঠিয়েছে।' তিনি আরও বলেছিলেন, 'যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।'

কুণাল-কটাক্ষ:
দিলীপ ঘোষ এই মন্তব্য করার পরেই শ্লেষের বাণ ছু়ড়েছিলেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'বিকৃত ভাবনা, বিকৃত ভাষা। কোনও সুস্থ রাজনৈতিক লোক, যিনি আবার কেন্দ্রের শাসকদলের সাংসদ, তাঁর মুখে এই ভাষা শোভা পায় না। কীসের সেটিং? আপনার তো কেন্দ্রে রয়েছেন! আপনার দলের নেতা অমিত শাহ, নরেন্দ্র মোদী। সিবিআই তাঁদের অধীনে, কাদের সেটিং?" কুণালের কটাক্ষ ছিল, 'উনি কি চাইছেন যে, নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে শুভেন্দুকে গ্রেফতার করুক সিবিআই! শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলে এই বিবৃতি দিচ্ছেন দিলীপ। সিবিআই, ইডি কেন্দ্রের অধীনে।

এদিন দিলীপের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন বলেছেন, 'একদিকে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে আমাদের যে প্রশ্ন, বকলমে সেটাকেই মান্যতা দিলেন উনি।'

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours