স্বস্তি দিয়ে আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে কোভিড সংক্রমণের গ্রাফ। পাশাপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে।

গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। স্বস্তি দিয়ে আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে কোভিড সংক্রমণের গ্রাফ। পাশাপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা নেমে এসেছে পাঁচশোরও নীচে। দৈনিক পজিটিভিটি রেট থেকে হোম আইসোলেশন, সবই কমেছে গত ২৪ ঘণ্টায়।

রাজ্যের কোভিড-গ্রাফ:

বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৪৭২ জন।
আগের দিন নতুন সংক্রমিত ছিল ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৭৭৫ জন।
রাজ্যে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ৮৪২টি কোভিড (Covid) নমুনার।
১২ অগস্টের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ৪.৮০ শতাংশ।
এখন হোম আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৯৩৮ জন কোভিড আক্রান্ত।
হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৪ জন কোভিড আক্রান্ত।
বুলেটিন অনুযায়ী রাজ্যে এ দিন ৭৬ হাজার ৭২০টি কোভিড টিকা দেওয়া হয়েছে।
 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours