কম্বিনেশন নিয়ে আরও কিছু ধোঁয়াশা থাকছে। গত কয়েক মাস টি ২০ ক্রিকেটে আলোচনায় দীপক হুডা। আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে নজর কেড়েছেন। এখনও অবধি সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন ব্যাটিং-বোলিংয়ে। তাঁকে রাখা মানে বোলিংয়ে বিকল্প থাকা।


একটা ম্যাচের জন্য চাতকের মতো অপেক্ষা। অবশেষে সেই দিন। ক্রিকেটে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপ শুরু হয়েছে গতকাল, শনিবারই। ‘আসল’ টুর্নামেন্ট শুরু ভারত-পাকিস্তান মহারণ দিয়েই। কয়েক দিন ধরেই সৌহার্দের মুহূর্তই দেখা গিয়েছে। বিরাট কোহলি, বাবর আজম। চোট পেয়ে ছিটকে যাওয়া পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদির হাল-হকিকৎ জানতে চান বিরাট। সবটাই হারিয়ে যাবে ৪০ ওভারের জন্য। পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) এমনটাই ইঙ্গিত দিয়েছেন। রোহিত শর্মা এমন কোনও মন্তব্য না করলেও, টি ২০ বিশ্বকাপের ক্ষত যে এখন অক্ষত সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিশ্বকাপের মঞ্চে তার আগে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যে ফরম্যাটেই হোক না কেন। ১৩ বারের চেষ্টায় হারানো, তাও আবার ১০ উইকেটের ব্যবধানে। মাঠের বাইরে যতই সৌহার্দের ছবি দেখা যাক, ভারতের কাছে বদলার ম্যাচ। আর এই মঞ্চে তুরুপের তাস হয়ে উঠতে পারেন বিরাট কোহলি ( Virat Kohli)। আন্তর্জাতিক টি ২০ তে শততম ম্যাচ খেলতে নামছেন বিরাট। ইংল্যান্ড সফরের পর বিশ্রামে ছিলেন বিরাট। এশিয়া কাপ তাঁর কাছে সব অর্থেই প্রত্যাবর্তনের মঞ্চ।



রোহিতের ওপেনিং সঙ্গী কে হতে পারেন? আপাত দৃষ্টিতে লোকেশ রাহুলের কথাই মাথায় আসে। বিশ্বকাপের পরিকল্পনার কথা ভাবলে! ইংল্যান্ড সফরে রোহিতের ওপেনিং সঙ্গী ছিলেন ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজ সফরে সূর্যকুমার যাদব। গত টি ২০ বিশ্বকাপের পর ভারতীয় দলে যেমন অধিনায়ক, সহ অধিনায়ক বদলেছে, তেমনই ওপেনিং জুটিও। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং কম্বিনেশন কী হবে? ভারত অধিনায়ক রোহিত শর্মাও ধোঁয়াশা বাড়িয়ে দিলেন। হাসি চওড়া করে মজার ছলেই বললেন, ‘কিছুটা রহস্য আমাদেরও রাখতে দিন।’ ভারতীয় দলের অনুশীলনে দেখা গিয়েছে, ম্যাচ সিচুয়েশন ধরে বিরাট ও রোহিত একসঙ্গে ব্যাট করছেন। এর থেকে একটা আন্দাজ করা যেতে পারে, বিরাট-রোহিত ওপেন করবেন। স্কোয়াডে লোকেশ রাহুল থাকতেও এমনটাই হবে নিশ্চিত বলা যায় না। রোহিতের সঙ্গে রাহুলই ওপেনিংয়ে অটোমেটিক চয়েস। অনুশীলন কিংবা সাম্প্রতিক সিরিজের পরীক্ষা নিরীক্ষার দিকে নজর দিলে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। ভারত অধিনায়কও বললেন, ‘আমরা অনেক কিছুই ট্রাই করব, সব হয়তো সফল হবে না। কোনটা সফল হবে, পরীক্ষা না করলে বোঝা যাবে না। প্রশ্ন থাকলে উত্তরও খুঁজে পাওয়া যাবেই।’

কম্বিনেশন নিয়ে আরও কিছু ধোঁয়াশা থাকছে। গত কয়েক মাস টি ২০ ক্রিকেটে আলোচনায় দীপক হুডা। আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে নজর কেড়েছেন। এখনও অবধি সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন ব্যাটিং-বোলিংয়ে। তাঁকে রাখা মানে বোলিংয়ে বিকল্প থাকা। টি ২০ বিশ্বকাপের আগে পরীক্ষা চালিয়ে যাওয়ার কথাই বারবার বলছেন অধিনায়ক রোহিত শর্মা। তাহলে কম্বিনেশন কী হতে পারে? প্রথম তিনটি জায়গা রোহিত, বিরাট, রাহুলের। চারে সূর্যকুমার যাদব। এরপর ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া। প্রশ্ন হচ্ছে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিক নাকি অলরাউন্ডার দীপক হুডা। বোলিং কম্বিনেশনে জাদেজা, চাহাল, ভুবনেশ্বরের সঙ্গে আবেশ খান নাকি বাঁ হাতি পেসার অর্শদীপ সিং! গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ডুবিয়েছিল ব্যাটিং। সে দিক থেকে চার বিশেষজ্ঞ বোলার এবং সঙ্গে হার্দিক-দীপক হুডার খেলার সম্ভাবনাই বেশি। রোহিত শর্মা বলছেন, ‘গত ৮-১০ মাসে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। টি ২০ বিশ্বকাপ শুরু হওয়ার সঠিক কম্বিনেশন বেছে নিতে পারব।’

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours