বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জের জুটি অশ্বিনী পোনাপ্পা-সিক্কি রেড্ডি মেয়েদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন।

গত অলিম্পিকের শহরে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championship)। প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন বি সাই প্রণীত (Sai Praneeth )। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেন ছন্দ ধরে রাখলেন। সিঙ্গলসে প্রথম রাউন্ডে ডেনমার্কের হান্স-ক্রিস্টিয়ান সলবার্গকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর অনুপস্থিতি। ভারতের প্রধান ভরসা তরুণ লক্ষ্য সেনই (Lakshya Sen)। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১২, ২১-১১। প্রণীত হারলেও লড়াই করলেন শেষ অবধি। ২০১৯ এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন সাই প্রণীত। এবার প্রথম রাউন্ডে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের কাছে তিন গেমের ম্যাচে হার ১৫-২১, ২১-১৫, ১৫-২১। গত অলিম্পিকেও হতাশার পারফরম্যান্স ছিল প্রণীতের।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম দিন মেয়েদের ডাবলস এবং মিক্সড ডাবলসেও জিতল ভারতীয় শাটলাররা। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জের জুটি অশ্বিনী পোনাপ্পা-সিক্কি রেড্ডি মেয়েদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন। মলদ্বীপের অমিনাথ নাবিহা আব্দুল রাজ্জাক-ফতিমা নাবাহা আব্দুল রাজ্জাক জুটিকে ২১-৭, ২১-৯ ব্যবধানে হারান অশ্বিনীরা। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতার শীর্ষ বাছাই চিনের চেন কিং চেন-জিয়া ই ফানের বিরুদ্ধে খেলবেন অশ্বিনীরা। মিক্সড ডাবলসে তনিশা ক্রাস্টো-ঈশান ভটনাগর জার্মানির প্যাট্রিক শেইল-ফ্রানজিস্কা ভল্কম্যান জুটিকে মাত্র ২৯ মিনিটে ২১-১৩, ২১-১৩ ব্যবধানে হারায়। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতার চতুর্থ বাছাই তাইল্যান্ডের সুপাক জোমকো-সুপিসারা পায়সাম্প্রান জুটির বিরুদ্ধে খেলবেন ঈশানরা।

গত বিশ্ব চ্যাম্পিয়নশিপ অভিষেক টুর্নামেন্ট ছিল লক্ষ্য সেনের। প্রথমবার ব্রোঞ্জ নিয়ে ফিরেছিলেন। এবারের প্রতিযোগিতায় নবম বাছাই লক্ষ্য। ক্রস কোর্ট রিটার্ন এবং ডিপ ফোরহ্যান্ডে ড্যানিশ প্রতিপক্ষতে বিব্রত করেন লক্ষ্য। ৩৬ বছরের হান্স-ক্রিস্টিয়ানের পক্ষে ২০ বছরের লক্ষ্যকে সামলানো চাপ হয়ে যায়। পরিসংখ্যানে এগিয়ে ছিলেন হান্স। এই ম্যাচের আগে লক্ষ্যর বিরুদ্ধে ২-১ এগিয়ে ছিলেন। হান্স মরিয়া চেষ্টা করলেও পেরে ওঠেননি। দ্রুত গতির ব়্যালিতে লক্ষ্যকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন হান্স। ৩১ শটেরও একটা ব়্যালি ছিল। লক্ষ্য তা সহজেই সামলে দেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours