তৃণমূল কর্মীদের অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করতেই কেন্দ্রীয় প্রতিনিধি দল ডেকেছে বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতেই প্রতিনিধিরা এসেছেন। এর সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই।



একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বর্তমানে বাংলায় এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোথাও দেখা হচ্ছে একশোর দিনের কাজের খতিয়ান, কোথাও দেখা হচ্ছে আবাস যোজনার কাজের খতিয়ান। এরইমধ্যে শুক্রবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার বিনপুর ২ ব্লকের সন্দাপাড়া অঞ্চলের লোধাসুলি গ্রামে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখার জন্য যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা গ্রামে পা রাখতেই বিজেপি (BJP) ও তৃণমূল (Trinamool) কর্মীদের মধ্যে শুরু হয় বচসা, শেষে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। তৃণমূল কর্মীদের অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করতেই কেন্দ্রীয় প্রতিনিধি দল ডেকেছে বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতেই প্রতিনিধিরা এসেছেন। এর সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। 


এদিকে দুই দলের বচসার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বেলপাহাড়ি থানার পুলিশ। এদিনের ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রামের বিজেপি জেলা সভাপতি তুফান মাহাত বলেন, “কেন্দ্রীয় কমিটি আজ ওখানে যায়। গ্রামবাসীদের তাঁরা কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। আমাদের কর্মীরাও সেখানে ছিলেন। তখনই কিছু তৃণমূলের দুষ্কৃতী এসে তাঁদের উপর হামলা করে। কেন্দ্রীয় কমিটির সামনেই ঘটনাটি ঘটে। ভয় পেয়েছে ওরা। একশোর দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে দুর্নীতি চাপা দেওয়ার জন্য এ সব করছে। যাতে কেউ মুখ খুলতে না পারেন সে জন্য সন্ত্রাস চালাচ্ছে।” 
ঘটনা প্রসঙ্গে বেলপাহাড়ির ব্লক তৃণমূল সভাপতি বুবাই মাহাতো জানান, “কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিজেপির লোকজনরা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল। তাঁদেরকে আমাদের কর্মীরা সরিয়ে দেয়। সেই রকম কোনও ঝামেলা হয়নি। বেলপাহাড়িতে শান্তির পরিবেশ আছে। বিজেপির লোকজন অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।” অন্যদিকে বিনপূর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা জানান, “এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমি জানি না। খবর নিয়ে দেখছি এ বিষয়ে আমি কিছু জানিনা।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours