হোর্ডিং প্রসঙ্গে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে ?
দক্ষিণ কলকাতাজুড়ে রহস্যময় হোর্ডিং। লেখা ‘নতুন তৃণমূল’। সেখানে রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। যদিও হোর্ডিং প্রসঙ্গে কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে ?
ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এখন CBI হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। আর এই অবস্থাতেই, দক্ষিণ কলকাতা জুড়ে এই হোর্ডিং। হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।
নতুন এই পোস্টার পড়েছে দক্ষিণ কলকাতায়
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকে লাগানো আরেকটা হোর্ডিংয়ে লেখা রয়েছে, মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল। হোর্ডিংয়ে ছবি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হোর্ডিংয়ে লেখা ‘নতুন তৃণমূল’ এই শব্দবন্ধ।
এনিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ, বামফ্রন্ট আমলে শোনা যেত, ‘বামফ্রন্টের বিকল্প- উন্নততর বামফ্রন্টে’র কথা। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা...নতুন তৃণমূল ! যা নিয়ে ফের একবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদের জল্পনা উস্কে দিয়েছে বিরোধীরা।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, গ্রামে পোস্টার পড়ে, যাত্রা-পার্টি আসছে, অভিষেক আসছে। নতুন বোতলে পুরনো মদ। তৃণমূলের নীতির কোনও পরিবর্তন হতে পারে ? লুঠেরার পার্টি। পিসির কন্ট্রোল বেশি হবে, না ভাইপোর ?
কী বলছে তৃণমূল ?
এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, অভিষেক তো বলেছেই উন্নততর তৃণমূল চাই। তাঁর বক্তব্যকে ধরে কোনও উৎসাহী তৃণমূলকর্মী পোস্টার দিয়েছে। রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তৃতীয়বার জয়ের প্রথম বর্ষপূর্তির দিন, ফেসবুক পোস্টে সেই ঘোষণাই করেছিলেন কুণাল ঘোষ। এ’নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ‘নতুন তৃণমূল’ হোর্ডিং ঘিরে নতুন করে জল্পনা।
Post A Comment:
0 comments so far,add yours