ভাদ্রে ভাসতে চলেছে রাজ্য। সামনেই গণেশ চতুর্থী। তার আগে কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা। সেই সঙ্গে পুজোর কেনাকাটার জন্য আদর্শ উইকএন্ড।

উইকএন্ড ভাসবে বৃষ্টিতে
তার আগে শনিবার থেকে  ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুত্‍ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

প্রবল বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে আজ থেকেই বাড়বে বৃষ্টি। কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তবে রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমবে। মৌসুমী অক্ষরেখা বাংলার পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা। 

আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি, বাড়বে তাপমাত্রা। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে।  

কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া একনজরে : 

DayMinMaxIconText
25-Aug26.033.0 মেঘলা আকাশ , ভারী বৃষ্টি 
26-Aug27.034.0 আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
27-Aug27.034.0 আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
28-Aug27.033.0 আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
29-Aug27.033.0 

আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours