Film Brahmastra: অয়ন বলেছেন, সমস্ত অস্ত্রগুলি তৈরি হয়েছে আগুন, পৃথিবী, জল ও হাওয়া থেকে। পুরাণে কী কী অস্ত্র রয়েছে ও তার ইতিহাস কী তা এই ভিডিওতে বর্ণনা করেন পরিচালক অয়ন।
দীর্ঘদিনের শ্যুটিং, গল্পের স্বকীয়তা আর রণবীর কপূর (Ranveer kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)-এর রসায়ন দেখতে এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। পরিচালন অয়ন মুখোপাধ্যায়ের কাছ থেকেও দর্শকদের আশা রয়েছে। ভালো মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া পেয়েছে ছবির ট্রেলারও। আর এবার নতুন ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)-র বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক স্বয়ং। 

 

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে অয়ন এই ছবির 'অস্ত্র' নিয়ে আলোচনা করেছেন। ছবির নামেই রয়েছে 'অস্ত্র'। চলতি কথায় ব্রহ্মাস্ত্র শব্দটি ভয়ানক ও অবিচ্যুত কোনও অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয়। অয়ন বলেছেন, সমস্ত অস্ত্রগুলি তৈরি হয়েছে আগুন, পৃথিবী, জল ও হাওয়া থেকে। পুরাণে কী কী অস্ত্র রয়েছে ও তার ইতিহাস কী তা এই ভিডিওতে বর্ণনা করেন পরিচালক অয়ন। ঠিক কীভাবে জন্ম হল এই সব অস্ত্রের, তাও বিশ্লেষণ করেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours