দিকে দিকে দ্রৌপদী মুর্মুর ছবি নিয়ে বিজয়োল্লাসে মেতেছেন পদ্ম সমর্থকরা। বিজয়োল্লাসের ছবি দেখতে পাওয়া গিয়েছে ৬ মুরলীধর সেন রোডে বঙ্গ বিজেপির সদর দফতরে।

এসেছে প্রত্যাশিত জয়। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হয়ে গেলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তারপরই গোটা দেশজুড়ে পদ্ম শিবিরে দেখা যাচ্ছে উল্লাসের ছবি। উড়ছে গেরুয়া আবির (BJP)। দিল্লির সদর দফতরেও উন্মাদনায় মাততে দেখা গিয়েছে নেতা-কর্মীদের। বাংলাতেও দেখা গিয়েছে কার্যত একই ছবি। দিকে দিকে দ্রৌপদী মুর্মুর ছবি নিয়ে বিজয়োল্লাসে মেতেছেন পদ্ম সমর্থকরা। বিজয়োল্লাসের ছবি দেখতে পাওয়া গিয়েছে ৬ মুরলীধর সেন রোডে বঙ্গ বিজেপির সদর দফতরে। সেখানে গেরুয়া আবির মেখে মিষ্টিমুখ করতে দেখা যায় নেতা কর্মী সমর্থকদের। দ্রৌপদীর জয় প্রসঙ্গে বলতে গিয়ে সদর দফতরে দাঁড়িয়ে বিজেপি নেতা কল্যাণ চৌবে বলেন, “যে সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত, নিপীড়িত ছিল সেই সমাজের এক প্রতিনিধি আজ রাষ্ট্রপতি হলেন। তিনি দীর্ঘদিন থেকেই দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন বিধায়ক হিসাবে, রাজ্যপাল হিসাবে। আজ এটা খুশির খবর।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours