টাটা কোম্পানির নকল মাল তৈরি হচ্ছে নদিয়ায়, চক্ষু চড়ক গাছ পুলিশের!
কুহেলি দেবনাথ, নদিয়া
গাড়ি দূষণ থেকে বাঁচবে। তার জন্য প্রয়োজন হয় এক ধরণের পার্টসের। মাইলেজ বাড়ানোর জন্যও প্রয়োজন রয়েছে যন্ত্রাংশের। তা বানায় টাটা।
তেমনই সরঞ্জাম তৈরি হচ্ছে নদিয়ায়!

এদিনের অভিযানে পুলিশ আধিকারিকদের পাশাপাশি ছিলেন অভিযোগকারী তথা টাটা কোম্পানির অপারেশন ম্যানেজার আনসার খান। তিনি জানান, উদ্ধার হওয়া সামগ্রী ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হয়। এগুলি মূলত দূষণ রোধ ও মাইলেজ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। দীর্ঘ দিন ধরে টাটার নাম করে নকল সামগ্রী বাজারে বিক্রির অভিযোগ পাচ্ছিলাম। তারপরই পুলিশে জানানো হয়।
এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কারা তৈরি করে, সে ব্যাপারে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্যান্য জায়গাতেও হয়তো এই ধরণের সামগ্রী বিক্রি হয়ে থাকতে পারে। বিস্তারিত খোঁজ নিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours