Subscribe to:
Post Comments (Atom)
২০১০ সালে মুক্তি পেয়েছিল 'কেল্লাফতে' (Kellafate)। অঙ্কুশ হাজরার (Ankush Hazra) প্রথম ছবি। আর সেই ছবিতে অভিনয় করেছিলেন রূপা দত্ত (Rupa Dutta)। এই অভিনেত্রী আজকাল ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন। কেন? কলকাতা বইমেলা থেকে চুরির অভিযোগে গত শনিবার প্রায় ৬৫ হাজার টাকা সমেত গ্রেফতার হন রূপা।
শনিবার থেকেই রূপা দত্তের কেরিয়ার নিয়ে কাঁটাছেঁড়া চলছে। তার মধ্যেই রূপার অন্যতম ছবি 'কেল্লাফতে'র নায়ক অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। 'কেল্লাফতে' ছবির একটি জনপ্রিয় গান 'আই অ্যাম ইন লভ'। অঙ্কুশ ও রূপাকে সেই গানে সমুদ্র সৈকতে প্রেমের বৃষ্টিতে ভিজতে দেখা যায়। সেই গানেরই একটি অংশ পোস্ট করে গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। কী লিখলেন?
এদিন 'আই অ্যাম ইন লভ' গানটির একাংশ পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'এখনও আমার প্রথম ছবির কথা মনে আছে যখন আমার কাছে ওয়ালেট নিয়ে ঘোরার মতো অত বেশি টাকা ছিল না।' সঙ্গে হ্যাশট্যাগে লেখেন 'থ্যাঙ্ক গড'।
Post A Comment:
0 comments so far,add yours