পুলিশ এবং স্বাস্থ্য বিভাগে যা শূন্য পদ রয়েছে তা দ্রুত পূরণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে রাজ্যের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই ব্যাপারে চটপট কাজ করে ফেলতে হবে। যা নিয়োগ করতে হবে তা করে নিন।ফেলে রাখবেন না। এদিন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের থেকে রিপোর্ট নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীকে ডিজি জানান, পুলিশ পরিকাঠামোয় গত কয়েক বছরে ব্যাপক উন্নতি হয়েছে বাংলায়। ২০১৬ সালে বাংলায় পুলিশ জেলা ছিল ১৯টি। এখন সেটা বেড়ে হয়েছে ৩৪টি। তিনি আরও বলেন, বাংলা একমাত্র রাজ্য যেখানে সমস্ত জেলায় অন্তত একটি করে মহিলা থানা ও ক্রাইম থানা রয়েছে। যা দেশের কোনও রাজ্যে নেই। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তোমরা তোমাদের রিক্রুট্মেন্টগুলো তাড়াতাড়ি করে নাও। পুলিশ না থাকলে চলবে কী ভাবে? আমি মুখ্যসচিবকে বলব, স্বাস্থ্য দফতরের নিয়োগও দ্রুত করতে হবে। ডাক্তার, নার্স না থাকলে চলবে কী করে?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours