কোরোনার আক্রমণে গোটা বাংলা জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ জনক পরিস্থিতি। এই উদ্বেগ জনক পরিস্থিতি হওয়া সত্ত্বেও মানুষ যেন পাত্তাই দিচ্ছেন না করোনাকে। বিশেষজ্ঞরা বার বার ভিড় এড়ানোর কথা বললেও রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে মেলা।

মেলার তালিকায় রয়েছে গঙ্গা সাগরের মেলা, জয়দেব কেঁদুলির মেলা,চলবে পৌষ সংক্রান্তির মেলাও।


তাই আশংকা করা হচ্ছে যেখানে ভিড় বাড়বে সেখানেই বাড়তে পারে সংক্রমণ। তাই এরকম পরিস্থিতি জনসমাগম এড়িয়ে চলুন। বাড়ি থেকে বের হবার আগে ১০ বার ভাবুন আপনার বের হবার নিতান্তই প্রয়োজন আছে কি না। কারণ সবথেকে যেটা চিন্তার বিষয় আঁকড়ামান ব্যাপক হারে বৃদ্ধি পেলে রাজ্যের হাসপাতাল গুলি পরে যাবে সমস্যায় ব্যাপক চাপ সৃষ্টি হবে চিকিত্‍সা ব্যবস্থায়।

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours