দীঘা মোহনায় ফিশিং করে ফেরার পথে মা জগত্‍ময়ী ট্রলার চড়ায় ধাক্কা লেগে ডুবে গেল, টলারে থাকা১২ মত্‍স্যজীবী কে উদ্ধার করল অপর একটি ফিশিং বোট ঘটনাটি ঘটেছে আজ সকালে। .নন্দীগ্রামের বকুল কুমার দাসের জগত্‍ময়ী ট্রলারটি চার দিন আগে ফিসিং এর জন্য গভীর সমুদ্র পাড়ি জমিয়েছিল,

প্রায় ৫ লক্ষ টাকার মাছ ধরে দিঘা মহানা ফিরে আসার পথে চড়াই ধাক্কা লেগে মোহনার কাছে ডুবে যায়।টলারে থাকা সমস্ত মত্‍স্যজীবীদের উদ্ধার করে শংকরপুরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লঞ্চ মালিক থেকে শুরু করে দিঘা মোহানা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশন কর্মকর্তারা এবং মত্‍স্যজীবীরা ।

বারংবার সরকারপক্ষকে বলা সত্ত্বেও ড্রেজিং না হওয়ার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে ফিসিং করে ফেরার পথে দীঘা মোহনায় কাছে । বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন মত্‍স্যজীবীরা। তাই দ্রুত ড্রেজিং করার জন্য দাবি জানাচ্ছেন মত্‍স্যজীবীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours