অমর প্রেম। ঠিক যেন শাহজাহান-মমতাজ। মধ্যপ্রদেশের এক ব্যক্তি ভালবাসার নিদর্শন হিসেবে স্ত্রীকে উপহার দিলেন তাজমহল এর '‌রেপ্লিকা'‌। একেবারে তাজমহলের মত দেখতে বাড়ি ওই ব্যক্তি উপহার দিয়েছেন তাঁর স্ত্রীকে।
মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোকসে।যে বাড়ি তিনি তৈরি করেছেন, সেটি সম্পূর্ণভাবে তাজমহলের রেপ্লিকা বলাই ভাল। তিন বছর সময় লেগেছে বাড়িটি তৈরি করতে।বাড়ির ভিতরের কারুকার্যের জন্য বাংলা ও ইন্দোরের শিল্পীদের তিনি আনিয়েছিলেন। একেবারে তাজমহলের মতোই টাওয়ার। ২৯ ফুট উচ্চতাবিশিষ্ট বাড়িটির যাবতীয় আসবাব এসেছে মুম্বই থেকে। বাড়িটিতে রয়েছে একটি বড় হল ঘর। একতলা ও দু'‌তলায় রয়েছে দুটি করে বেডরুম। রয়েছে লাইব্রেরী ও যোগা রুম। রয়েছে আলোকসজ্জাও। যাতে রাতের অন্ধকারে একদম তাজমহল মনে হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours