চিপস কারখানায় আগুন। সাঁকরাইলের ৬ নম্বর জাতীয় সড়কের একটি কারখানায় আগুন লেগেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে রাস্তার পাশের কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। তাত্‍ক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডকে বিষয়টি জানানো হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিনতবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে, আগুনের সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। তবে কারখানা থেকে সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। চিপস কারখানায় প্লাস্টিক বা অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এছাড়াও, শক্তিশালী বাতাস আগুন আরও ছড়িয়ে দিতে পারে। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো যেতে পারে।

যুদ্ধকালীন সময়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এই কারখানাটি জাতীয় সড়কের পাশে হওয়ায় যানবাহনের গতিও মন্থর। আগুন নেভাতে দ্রুত উঠতে হয় দমকলকর্মীদের। কালো ধোঁয়ায় ভরে গেছে এলাকা। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours