১৬ দিনের নবজাতক আয়ান শৌচাগারে স্নান করানোর সময় মায়ের হাত থেকে জলের বালতিতে পড়ে মৃত্যু হয়। ওই সময় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকার সময় কে বা কারা আয়ানকে হত্যা করে শৌচাগারে জল ভর্তি বালতি রেখে যান। নিহত আয়ানের বাবা ইদ্রিছ মিয়া।স্থানীয় থানার ওসি জানান, বালতির জলে শিশু আয়ানের মৃত্যুর ঘটনার পাঁচদিন পর শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়।এসময় শিশুটির বাবা ইদ্রিছ মিয়া বলেন, 'স্যার, স্ত্রীর ভুলের কারণে আমার সন্তান মারা গেছে। সে (মা শাকিলা বেগম) ভয়ে ওইদিন সত্য কথা বলেনি। পরে সে আমাকে জানায়, স্নান করানোর সময় অসাবধানতাবশত শিশুটি বালতির জলে পড়ে গিয়ে মারা যায়। তারপর নিজের ভুল ঢাকতে ভয়ে বলে কে বা কারা শিশুটিকে হত্যা করে বালতিতে ফেলে গেছে।' এই সময় থানায় তার স্ত্রী শাকিলা বেগমও উপস্থিত ছিলেন। তিনিও ঘটনাটি স্বীকার করেছেন। ওসি শাহিন আরও বলেন, 'আমি দুজনের কথা শুনে অবাক হয়েছি। তবে যেহেতু মা-বাবা শিশু মৃত্যুর ঘটনাটি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন তাই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


আপনজন ডেস্ক
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours