নওগাঁ: বিদেশে পাচার হয়ে যাওয়ার আগেই ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করল র‍্যাব। বহু মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধারের পাশাপাশি আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকেও আটক করেছেন র‍্যাবের সদস্যরা। কিভাবে প্রাচীন ওই মূর্তি তার কাছে পৌঁছল তা জানতে জেরা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।র‍্যাব সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালেই গোপন সূত্রে র‍্যাবের সিরাজগঞ্জ ক্যাম্পের শীর্ষ আধিকারিকরা খবর পান, নওগাঁর রানিনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিতাপাড়ার একটি বাড়িতে কষ্টিপাথরের পুরনো বিষ্ণুমূর্তি রয়েছে। ওই মূর্তি কেনার জন্য বেশ কয়েকজন খদ্দের গত কয়েকদিন ধরেই ওই বাড়িতে যাতায়াত করছেন। খবর পাওয়া মাত্র কালবিলম্ব না করে অতিরিক্ত সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল আচমকাই ওই বাড়িতে হানা দেয়। অভিযানে ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করার পাশাপাশি ব্যবসায়ী আমজাদ হোসেনকে আটক করা হয়। পাশাপাশি ধৃতের মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও বাজেয়াপ্ত করা হয়।

র‍্যাব সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকায় একটি দল প্রাচীন ধাতব পদার্থ সহ বহুমূল্যের মূর্তি ব্যবসায়ের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই সব প্রাচীন প্রত্নতাত্ত্বিক সামগ্রী কিনে এনে বেশি দামে বিদেশে পাচার করত। অনেকদিন ধরেই এ বিষয়ে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে চক্রের এক পাণ্ডার হদিশ মিলেছে। চক্রের সঙ্গে আর কারা-কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours