সামনের বছরে ফেব্রুয়ারির মধ্যে করোনা ভাইরাসে নতুন করে ৫ লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব। ইউরোপীয় অঞ্চলের ৫৩ দেশে এখনও কোভিডের সংক্রমণ অব্যাহত রয়েছে বলে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে। ফলে প্রাণহানির সংখ্যাও বাড়বে।পরিস্থিতিকে 'গুরুতর' ও 'উদ্বেগজনক' অ্যাখা তিনি। বিশেষ করে ইউরোপে প্রাণঘাতী কোভিডের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও'র এই পরিচালক। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। ডব্লিউএইচও তাদের এই তালিকায় ইউরোপের ৫৩টি দেশের পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশকেও রেখেছে।


যদিও মহামারির অবসানে বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রম জোরেশোরেই চলছে। তবে দরিদ্র দেশগুলো এক্ষেত্রে কিছুটা পিছিয়ে। কোভিড টিকার সুষমে বন্টনে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় এ পর্যন্ত বিশ্বে ৫০ লাখের বেশি মানুষ মারা গেছেন।

news sorce- আপনজন ডেস্ক
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours