দেশে ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির হুমকি দেখা দিচ্ছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোম্পাসু দক্ষিণ চীন সাগর থেকে এগিয়ে আসছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বঙ্গোপসাগরেও।
বিশেষজ্ঞরা এই ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি -১ ঝড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ঘূর্ণিঝড়টি বর্তমানে হংকং অঞ্চলের দক্ষিণ -পূর্ব এবং ম্যানিলা অঞ্চলের উত্তর ও উত্তর -পূর্বে অবস্থান করছে।তবে ঘূর্ণিঝড়টি এখন ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এই ঘূর্ণিঝড় কত দ্রুত আসতে পারে?
জানা গেছে, এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটারে আছড়ে পড়তে পারে। এদিকে, হংকংয়ের সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সূত্র মতে, ঘূর্ণিঝড়টি বর্তমানে চীনের হুনান অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

জানা গিয়েছে, চীনের বিভিন্ন অঞ্চলে আঘাত হানার পর কোম্পাসু টোনকিন উপসাগরে পৌঁছে আরও গতিবেগে শক্তিশালি হয়ে উঠতে পারে। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় পশ্চিমের দিকে রওনা দেবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours