বাড়ি থেকে ভিনরাজ্যে কাজে যাওয়ার সময় ট্রেনের উপরেই রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আবুবাক্কার সেখ (৪১)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার কাসিমনগর অঞ্চলের গাজীপুর গ্রামে। জানা গিয়েছে, গত বুধবার রাতেই মুম্বাই যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে সহযাত্রীদের সঙ্গে বের হন আবু বাক্কার নামে ওই পরিযায়ী শ্রমিক।বৃহস্পতিবার মুম্বাই যাবার ট্রেনে চাপার পর কথাও হয় পরিবারের সঙ্গে। তারপরেই কার্যত ট্রেনের উপরেই ঘুমিয়ে যান তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই খড়গপুর স্টেশনে ট্রেন থামতেই সহযাত্রীরা বারবার ডাক দিলেও সাড়া মেলেনি। রাতেই পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। বাড়ির কর্তার মৃত্যুর খবরে কার্যত হতভম্ব আবু বাক্কারের পরিবারের সদস্যরা। জানাযায় মৃত্যু শ্রমিক আবুবাক্কারের দুই ছেলে রয়েছে প্রথম জন মেহেবুব আলম (১০) এবং অপরজন তুহিদ সেখ (৬) পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আবুবাক্কার। আবুবাক্কারের দেহ ফিরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত করছেন সহযাত্রীরাই। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গাজীপুর গ্রামে।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours