পশ্চিম বর্ধমানের ভরতপুরের (Bharatpur) বৌদ্ধস্তূপকে ঘিরে পর্যটন কেন্দ্র( Tourist Center) গড়ে তোলা হোক। এমনটাই চান সেখানকার বাসিন্দারা। এই প্রস্তাব রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করেছেন তারা। এই প্রস্তাব পাওয়ার পর আলাপনবাবু স্থানীয়দের জানান, জেলাশাসক ও বিডিও-র মাধ্যমে পর্যটন দফতরের কাছে প্রস্তাবটি পেশ করা যেতে পারে। পাশাপাশি, তিনি আশ্বাস দেন, প্রস্তাব পাঠানোর পর যা যা করণীয় তিনি করবেন। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে আলাপন বন্দ্যোপাধ্যায় পারিবারিক কাজে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তিনি ওই ভরতপুর গ্রামে যান। সেখানে বৌদ্ধস্তুপটি ঘুরে দেখেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে এই বৌদ্ধস্তুপ ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেন। প্রসঙ্গত, ভরতপুরের এই বৌদ্ধস্তুপের খোঁজ পাওয়া যায় পাল যুগের সময়। ভরতপুরে আবিষ্কৃত হওয়া বৌদ্ধস্তূপটিই এখনও পর্যন্ত রাঢ় অঞ্চলে একমাত্র বৌদ্ধস্তূপ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত পুথিতে 'তুলাক্ষেত্র বর্ধমান স্তূপ' নামে এই স্তূপের উল্লেখ পাওয়া যায়। এবার এই বৌদ্ধস্তুপকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব স্থানীয়দের। সূত্রের খবর, এই প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে পর্যটন দফতরে। এখন দেখার বিষয় প্রস্তাব পাওয়ার পর পর্যটন দফতর কী সিদ্ধান্ত নেয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours