জাল নথি ড্রাগ কন্ট্রোল বিভাগে জমা দিয়ে পুলিশের জালে জড়ালো চার জন। বারাসাত (barasat) থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, বিষ্ণু সাহা, শুভঙ্কর দাস, প্রীতম কর্মকার, শুভজিত্‍ শর্মা।




সোদপুরের এক ওষুধের দোকানে ফার্মাসিস্ট এর কাজ করার জন্য নথি জমা দেয় এক জন। সেই নথি বারাসাত যশোর রোড সংলগ্ন প্রসাদ পুরের ড্রাগ কন্ট্রোল বিভাগে জমা দিলে সেখানকার কর্মীদের সন্দেহ হয়। এরপর আরো তিনটি ওষুধের দোকানে ফার্মাসিস্টের কাজে যোগ দেওয়ার জন্য নথি জমা পড়ে। সেগুলোও দেখা যায় সবকটি জাল নথি। এরপর ড্রাগ কন্ট্রোল বিভাগের পদস্থ অফিসারকে ডেকে পাঠানো হয়। ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর দিতে পারে না সেই ব্যক্তিরা। একে একে বাকিদের ডেকে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বারাসাত থানায়। বৃহস্পতিবার রাতে ওই চার জনকে বারাসাত পুলিশের হাতে তুলে দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। ধৃত তিনজনের একজনের বাড়ি মালদায়। একজনের বাড়ি বোলপুরে। শুক্রবার চারজনকে বারাসাত আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ এবং এই জাল নথি তারা কোথা থেকে পেল বা এই চক্রের সাথে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours