চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের শিক্ষকদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতি রাজ্য সরকারের 'উদাসীনতা'র প্রতিবাদ হল পথে নেমে। 'শাস্তিমূলক বদলি'র প্রতিবাদে পাঁচ জন শিক্ষিকার বিষ খাওয়ার ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার মৌলালি মোড়ে প্রতিবাদ-সভা ছিল সিটুর ডাকে। প্রতিবাদে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু প্রমুখ। সুজনবাবু বলেন, ''শিক্ষিকাদের বিষ খাওয়া সমর্থন করি না। কিন্তু কারা এর জন্য দায়ী? সরকার এত নির্যাতন, হেনস্থা করছে কেন? সুন্দরবন থেকে কোচবিহারে বেআইনি বদলি কার সিদ্ধান্তে? তার শাস্তি কে দেবে?'' অনাদিবাবু, সুজনবাবুদের বক্তব্য, এই অংশের শিক্ষিক-শিক্ষিকাদের নিয়ে সিটু অনুমোদিত মানবসম্পদ উন্নয়ন সহায়ক কর্মী সংগঠন আন্দোলন করছে। সেই দাবিতে অন্য একটি সংগঠনের আন্দোলনে শামিল হওয়ার পরিণতিতেই রাজ্য সরকারের এই 'প্রতিশোধমূলক আচরণ' এবং তাঁরা এর তীব্র নিন্দা করছেন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours