ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের অক্ষয়নগরের নতুন রাস্তার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর,ঘটনার স্থলে স্থানীয়দের কাছ থেকে ও সিসিটিভি ফুটেজ দেখে জানাযায় যে বৃহস্পতিবার দুপুর ০১:৪০ নাগাদ নামখানার দিক থেকে কাকদ্বীপের দিকে আসছিল ফরেস্ট অফিসার দের ওই বাইকটি, পাশাপাশি রাস্তার উল্টো পাশ থেকে কাকদ্বীপের দিক থেকে নামখানার দিকে যাচ্ছিলো ২টি মেশিন ভ্যান এবং তার পেছনেই ছিল লরিটি। যখনই লরিটি সামনের মেশিন ভ্যান গুলিকে ওভারটেক করতে এগিয়ে আসে ঠিক তখনই আচমকায় ফরেস্ট অফিসার দের ওই বাইকটি কাকদ্বীপ অক্ষয় নগরের রাস্তার পাশের গুঁড়ো স্টোনচিপে স্লিপ করে, তারপর রাস্তার উপর ওই দুইজন ফরেস্ট অফিসার পড়ে যায় তারপর ঐ সময় কাকদ্বীপ অক্ষয়নগর নতুন রাস্তার কাছে বাইক সমেত লরির তলায় চাপা পড়ে ওই দুই ফরেস্ট অফিসার এবং লরিটি সম্পূর্ণভাবে তাদের ওপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় ফরেস্ট ডিপার্টমেন্ট ও.সি. বারাসাত উত্তরের দীপঙ্কর নাথের, এবং আর একজন মন্দির বাজারের ফরেস্ট সাব-ইন্সপেক্টর আব্দুল রূপ হালদারকে গুরুতর যখম অবস্থায় এলাকা স্থানীয় মানুষেরা উদ্ধার করে কাকদ্বীপ সুপার ফ্যাসালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেই আব্দুল রূপ হালদারের মৃত্যু হয়,ওই মর্মান্তিক পথো দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ অফিসার ও হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ অফিসারেরা তারপর পুলিশ অফিসারেরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান, এবং সিসিটিভির ফুটেজ দেখে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Home
Daily News
Kakdwip news
s24news
কাকদ্বীপে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জন ফরেস্ট অফিসারের
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours