এত কাণ্ড করে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। আইন জটিলতা যদিও এখনও পুরোপুরি কাটেনি, তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু তাতেই এবার দেখা যাচ্ছে, প্রার্থীদের অনীহা। এসএসসি সূত্রের খবর, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের জন্য যাঁদের ডাকা হয়েছে তাঁদের মধ্যে একটা বিরাট অংশ অনুপস্থিত। ইন্টারভিউ দেননি প্রায় দু'হাজার চাকরিপ্রার্থী, যা রীতিমতো নজিরবিহীন। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় উচ্চ প্রাথমিকে নিয়োগ আইনি জটিলতায় আটকে ছিল। জানা যাচ্ছে, আবেদনকারীদের অধিকাংশই অন্য কোথাও চাকরি পেয়ে গিয়েছেন। এসএসসি নিয়োগের এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার জন্য ধৈর্য্য ধরে থাকা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। জানা গেছে, কমিশনের তরফে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে তালিকা অনুযায়ী মোট ১৫ হাজার ৪৩৬ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছিল। কিন্তু ১৩ হাজারেও পৌঁছয়নি ইন্টারভিউ সংখ্যা। এছাড়া ভুল তথ্য জমা দেওয়ার কারণে ৬০০ চাকরিপ্রার্থীর নাম তালিকা থেকে বাতিল করেছে কমিশন। সবমিলিয়ে এখন যা পরিস্থিতি, তাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ হলেও বেশ কিছু পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours