যেন বর্গি এল দেশে! আফগানিস্তান দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী তালিবান। রাষ্ট্রপতি আশরফ গনি পালিয়ে গিয়েছেন। 'বর্গি'রূপী এই তালিবানের আতঙ্কেই দেশ ছেড়ে পালাচ্ছেন শয়ে শয়ে মানুষ। কাবুলের বিমানবন্দরে থিকথিকে ভিড়। কিন্তু এত হুড়োহুড়ির মাঝে তিনি নেই। অথচ তাঁরই থাকার কথা ছিল সকলের আগে। তিনি পণ্ডিত রাজেশ কুমার। কাবুলের হিন্দু মন্দিরের হিন্দু পূজারি। রত্তন নাথ মন্দিরের পণ্ডিত রাজেশ কুমারকে বহুদিন ধরে বহু শুভাকাঙ্ক্ষী অনুরোধ করেছেন, দেশ ছেড়ে চলে যেতে, আত্মগোপন করতে। কারণ তালিবানি শাসনে তাঁর প্রাণের ঝুঁকি সবচেয়ে বেশি। কিন্তু পণ্ডিত অনড়। কিছুতেই তিনি তাঁর বাসভূমি ছেড়ে যাবেন না। পালিয়ে যাবেন না। নিজের প্রাণ বাঁচাতে কিছুতেই তিনি কাবুল ছাড়বেন না। তাতে যদি জঙ্গিদের হাতে মরতে হয়, তবু 'কুছ পরোয়া নেহি'। রাজেশ কুমার বলেছেন, 'অনেক হিন্দুরা আমায় কাবুল ছেড়ে যেতে বলেছেন। তাঁরা এমনকি আমার থাকার ব্যবস্থাও করে দিতে চেয়েছেন। কিন্তু আমার পূর্বপুরুষরা একশো বছর ধরে এই মন্দিরেই ভগবানের সেবা করেছেন। আমিও তাই করব। এই কাজ আমি ছাড়ব না। যাই হয়ে যাক। যদি তালিবান এসে আমাকে মেরে ফেলে, আমি মনে করব, এটাই আমার সেবা।' এর আগে তালিবানের ভয়ে আফগানিস্তান ছেড়েছেন সে দেশের শেষ ইহুদি পুরোহিত জাবুলন সিমান্তব। হেরাতের একমাত্র ইহুদি উপাসনালয়ের দেখভাল করতেন তিনি। একসময় হেরাতে বহু ইহুদি বাস করতেন। আফগানিস্তানে ইহুদিদের ইতিহাস অন্তত ২ হাজার বছরের পুরনো। কিন্তু এখন আর কেউ নেই। আগের চেয়ে অনেক কমে গিয়েছে হিন্দুরাও। কাবুলের একমাত্র হিন্দু মন্দিরের শেষ পূজারী রাজেশ কুমার। সন্ত্রাসের কাছে মাথা না নোয়ানোর পণ করেছেন তিনি। ইসলামি আগ্রাসন কতদিন বাঁচতে দেবে তাঁকে? পণ্ডিত বলেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours