বাস্তুতন্ত্র বাচাতে শকুন একটি গুরুত্বপূর্ণ জীব। শকুন সংরক্ষণ করা তাই আবশ্যিক। কিন্তু বিভিন্ন রাসায়নিক ও কীটনাশকের প্রভাবে ও দূষনে শকুন প্রায় বিলুপ্তির পথে। তাই তাদের সংরক্ষন নিয়ে আজ একটি জরুরি কর্মশালার আয়োজন করা হয় বন দপ্তর ও স্ন্যাপ নামক একটি সংস্থার উদ্যোগে। কদমতলার একটিহোটেলে আজ এই।কর্মশালার আয়োজন করা হয়।

উপস্তজিত ছিলেন বন দপ্তর, চা পর্ষদ ও ড্রাগ সংগঠনের কর্তারা। বিভিন্ন কীটনাশক ও রাসায়নিক যেমন ডাইক্লফেনাস, থাইমেড ইত্যাদির জন্য শকুন সংরক্ষন সমস্যার কারণ হয়ে দাড়াচ্ছে। তাই এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours