করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের জের অনেকটাই কম। যদিও সামনেই করোনার তৃতীয় ঢেউ ও নতুন প্রজাতি ডেল্টা আসার একটা চিন্তা থেকেই যাচ্ছে।তবে তার মধ্যেই স্বস্তির খবর। টানা সাতদিনে কিন্তু অনেকটা কমল দেশে সংক্রমণ। একটা সময় যেটা ৪ লাখের গন্ডি পেরিয়েছে, সেখানে কমে এসে দাঁড়াল ৪৫ হাজারের নীচে। গতকালের তুলনায় কিন্তু আজ কম দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৭১ জন করোনয় আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ২ শতাংশ কম। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা-সহ বেশিরভাগ রাজ্যে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। তবে গতকালের থেকে ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৯৫৫ জন। তবে তৃতীয় ঢেউ এখন কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours