আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশন পর্বে ২৯টি বিল পাশ করাতে চায় সরকার। অন্যদিকে বিরোধী দলগুলোও প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন ইস্যুতে সরকারকে কোণঠাসা করার। শনিবার রাজ্যসভায় সমস্ত দলের নেতাদের নিয়ে বৈঠক করেন অধ্যক্ষ তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। তিনি আশা প্রকাশ করেন বাদল অধিবেশন সুষ্ঠু ভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সমস্ত দল ইতিবাচক ভূমিকা নেবেন। রবিবার সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অধিবেশনে সরকার ২৯টি বিল পাশ করাতে চায়। তার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত তিনটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষার সঙ্গে যুক্ত কর্মীরা বিক্ষোভ,ধর্মঘটে অংশ নিতে পারবেন না বলে আগেই অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। সেটাই এবার বিল আকারে পাশ করাতে চায় সংসদে। অন্যদিকে কোভিড মোকাবিলায় সরকারের 'ব্যর্থতা', পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে প্রস্তুত বিরোধীরা। কাংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন বিজেপি বিরোধী আঞ্চলিক দল এ ব্যাপারে কোমর বাঁধছে। সব মিলিয়ে বাদল অধিবেশন সরগরম হয়ে উঠতে চলেছে বলেই অনুমান অনেকের।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours