করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ অনেকটাই সামলে উঠেছে ভারত। অন্তত বিগত কয়েক দিনের পরিসংখ্যান তার ইঙ্গিত দিচ্ছে। যদিও এদিন কিছুটা বেড়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা। তবে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা স্বস্তি দিচ্ছে সকলকে কারণ ৭১ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস রয়েছে দেশে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। সব মিলিয়ে দেশে মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩, এবং মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জন। একই সময়ে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন মানুষ।


একই সময়ে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন মানুষ। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন। এই মুহূর্তে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন, যা ৭১ দিনের তুলনায় সবথেকে কম।

তবে এখনো পর্যন্ত দেশের কয়েকটি রাজ্যে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ বজায় রেখেছে। তবে পুরোদমে টিকাকরণ কর্মসূচি চলছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখনো পর্যন্ত ২৬ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ২৫১ জন ভ্যাকসিন পেয়েছে বলে জানানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ১২ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৬৯। মৃতদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার এবং ১৩ জন কলকাতার। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৪৩৫ জন, এর পরেই রয়েছে কলকাতা। শহরের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭-এ। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়ে রেখেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours