নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। কোনদিন এই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতা। ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে সম্পর্ক খারাপ হলেও, গরমে কারচুপি ইস্যুতে অবশ্য মমতাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, 'নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হেরেছেন, এটাই শেষ কথা।' পাশাপাশি তাঁর আরও দাবি, শুধুমাত্র রাজ্যপালকে ইস্যু করে বিরোধীদের আক্রমণ করলে, মানুষকে বোকা বানানো যায় না।


একুশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। শুভেন্দুর চ্যালেঞ্জ স্বীকার করে নিয়ে ওই কেন্দ্র থেকে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে বিজেপির ভরাডুবি হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দুর কথামতো ৫০ হাজার ভোটের ব্যবধানে তো দূর, ব্যবধান ছিল অতি সামান্য। অবশ্য তার আগেই একবার মমতাকে জয়ী ঘোষণা করা হয়েছিল। ওই ঘটনার পর সাংবাদিক সম্মেলনে মমতা কারচুপির নমুনাস্বরূপ একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন। এবার শুভেন্দুর বিরুদ্ধে বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মমতা। আজ হাইকোর্টে এই মামলার শুনানি। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দাবি করেন, 'মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, তিনি আদলতে গিয়েছেন। আমরাও একাধিক বিষয়ে আদালতে যেতে পারি। কারচুপির অভিযোগ আনলেও এটাই সত্যি যে উনি হেরেছেন। তাই অন্য জায়গা থেকে ভোটে লড়াই করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।'

অন্যদিকে, জল থই থই কলকাতা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ। নাম না করে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে টার্গেট করেন তিনি। এদিন দিলীপ বলেন, 'যারা দশ বছরে কাজ পারে না, তারা এক বছরে পারবে কেউ বিশ্বাস করবে? যখন গতবছর আমফান এল, সাতদিন ধরে লোডশেডিং ছিল। আজকে যারা রাজ্যপালের সমালোচনা করছেন, সেচমন্ত্রীর দোষ ধরছেন, তাঁরা ক্ষমতায় থাকাকালীন, মেয়র থাকাকালীন কাজ করতে পারেননি কেন?' করোনার ভ্যাকসিন নিয়েও রাজ্য সরকারের তুলোধোনা করেন তিনি। দিলীপের দাবি, কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে অথচ বাংলার মানুষ ভ্যাকসিন পাচ্ছে না। শুধু রাজ্যপালকে ইস্যু করে এবং বিরোধীদের আক্রমণ করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করাহচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours