দেশ নাজেহাল হয়ে পড়েছে করোনার ডাবল ভেরিয়েন্ট নিয়ে।আবার তিন উপধরন আছে এই ধরনের, যার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রীতিমতো উদ্বিগ্ন অতিসংক্রামক ডেল্টা ধরন নিয়ে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) গবেষকরা ভারতে নমুনা পরীক্ষার পর জানিয়েছেন, সংক্রামক আরেক ধরনের খোঁজ মিলেছে ব্রাজিল ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের নমুনায়। বি.১.১.২৮.২ হল করোনার নতুন ধরনের নাম।

নতুন এই স্ট্রেইনের উত্‍পত্তি হয়েছে কি না তা এখনো ধরা যায়নি ব্রিটেন স্ট্রেইন ও কভিডের বি.১ ধরনের সংমিশ্রণে। সেটাও জানা যায়নি ভাইরাসের প্রোটিনে কী কী বদল হয়েছে।পরীক্ষা-নিরীক্ষা করছেন গবেষকরা। ধারনা করা হচ্ছে, কোনো পরিবর্তিত রূপ হতে পারে এটি ডি৬১৪জি ভেরিয়েন্টেরই।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিল ও ব্রিটেন থেকে গত কয়েক মাসে যেসব যাত্রী ভারতে প্রবেশ করেছে, তাদের কয়েকজনের নমুনায় নতুন ধরন পাওয়া গেছে। গবেষকরা বলছেন, কভিডের ডেল্টা ধরনের (বি.১.৬১৭.২) মতোই ছোঁয়াচে ও বিপজ্জনক হতে পারে এই নতুন স্ট্রেইন। এটি কতটা সংক্রামক হতে পারে তার জন্য ৯টি রডেন্টজাতীয় প্রাণী সিরিয়ান হ্যামস্টারের শরীরে এই স্ট্রেইন ইনজেক্ট করে দেখছেন গবেষকরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours